সরিষাবাড়ীতে বোর ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

প্রকাশিত: ০৮ মে ২০২১, ০১:২৬ এএম
আমালপুরের সরিষাবাড়ীতে অভ্যন্তরীণ বোরচাল/ধান সংগ্রহ-২০২১ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) সরিষাবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ। তিনি ফিতা কেটে বোরচাল, ধান ক্রয়ের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমাযুন কবীর, খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ বাবুল মিয়া, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন, ব্যবসায়ী রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গেছে, চলতি অর্থ বছরে ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৫শ ৩০ মে: টন, গম ১০২ মে: টন, চাল ১হাজার ৮’শ ৮৮ মে: টন। ধান প্রতি মন ১০৮০ টাকা, চাল প্রতি কেজি ৪০ টাকা হারে এবং গম প্রতি কেজি ২৮ টাকা হারে ক্রয় করা হবে বলে জানা গেছে। যা আগামী (১৬ আগস্ট) ২০২১ পর্যন্ত কেনাকাটা করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: