মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজ আছে নাকি?

প্রকাশিত: ০৮ মে ২০২১, ০৬:৩৩ এএম
মৃত্যুবার্ষিকী পালন করার কোনো বিধানই ইসলামে নেই। কারণ তাহলে তো আপনার সারাজীবনই মৃত্যুবার্ষিকী পালন করতে হবে। আপনার আত্মীয় স্বজনের জন্য মৃত্যুবার্ষিকী পালন করতে করতেই আপনি শেষ হয়ে যাবেন। তাই ইসলামে মৃত্যুবার্ষিকী পালন করার বিধান দেয়নি। মৃত্যুবার্ষিকী বলতে কিছুই নেই। তিনি যেদিন মারা গেছেন সেদিনই শেষ হয়ে গেছেন। যদি আপনাদের তার জন্য কিছু করতে হয় তাহলে দোয়া করেন। তবে ওইদিনই বিশেষ করে কুরআন খতম করার বা কিছু করার বিধান নেই। আপনি কুরআন পড়ে সবসময় দোয়া করতে পারেন। ওইদিনই আপনার কুরআন খতম করতে হবে কেন? ইসলাম মৃত্যুবার্ষিকীর কোনো অনুমোদন দেয়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: