পথচারীকে সাইড দিতে গিয়ে বাসের নিচে মটরসাইকেল, নিহত ২

প্রকাশিত: ১০ মে ২০২১, ০৫:৩৭ এএম
চট্টগ্রামের বাকলিয়া থানার ব্রিজ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এস আলমের স্টাফ বাসের নিচে চাপা পড়ে ২ জন নিহত হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টার সময় এই ঘটনা ঘটে। মোটসাইকেল আরোহীরা পথচারীকে সাইড দিতে গিয়ে মোটর সাইকেটির সঙ্গে উক্ত স্টাফ বাসের সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় গুরুতর আহত দুই জনকে গুরুতর অবস্তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার শেখ চৌধুরী পাড়া আব্দুল সালাম মেম্বারের বাড়ির মৃত মোহাম্মদ সৈয়দ ছেলে মো.আবু বক্কর (৪৮) ও চন্দনাইশ উপজেলার কানাই মাদারী এলাকার ওসমান গনির ছেলে মো. মজিদ উদ্দিন (৩৭) । চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, সন্ধ্যার সময় মোটরসাইকেল চালিয়ে দুই যুবক চান্দগাঁও থেকে নতুন ব্রিজের দিকে যাচ্ছিল। ৫ নম্বর ব্রিজ এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এস আলম স্টাফ বাসের নিচে চাপা পড়েন তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়। এ অবস্থায় জরুরি বিভাগের চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: