প্রথম দুই টেস্টেই করোনা নেগেটিভ সাকিব-মুস্তাফিজ

প্রকাশিত: ১১ মে ২০২১, ১২:২৬ এএম
আইপিএল থেকে দেশে ফিরে এই পর্যন্ত দু'বার করোনা পরীক্ষা করিয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। স্বস্তির খবর, প্রথম দুই টেস্টেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে এই দুই ক্রিকেটারের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী জানিয়েছেন, ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইন শেষ হলে নতুন করে করোনা পরীক্ষার প্রয়োজন নেই তাদের। কোয়ারেনটাইন শেষ হওয়ার পরেই যোগ দিতে পারবেন দলের অনুশীলনে। এদিকে আসন্ন শ্রীলংকা সিরিজ সামনে রেখে দুই টাইগারেরই কোয়ারেনটাইনের মেয়াদ কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। ঈদের পর প্রাথমিক দলের সঙ্গে তাদের অনুশীলনে পেতে বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন বেশ তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলেও জানালেন মনজুর হোসাইন। তিনি বলেন, ‘সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান দুই টেস্টেই নেগেটিভ এসেছে। কোয়ারেনটাইন মুক্ত হতে আর কোনো করোনা টেস্টের প্রয়োজন নেই। তবে তারা কোয়ারেনটাইন থেকে কবে বের হবেন একথা আমি বলতে পারছি না। আমি যতদূর জানি সিইও তাদের দ্রুত বের করার চেষ্টা করে যাচ্ছেন, যাতে করে শ্রীলংকা সিরিজ সামনে রেখে ঈদের পরে শুরু হওয়া অনুশীলনে তারা যোগ দিতে পারেন।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: