শিবপুরে বাস-মাইক্রোবাস সংর্ঘষে নিহত ৩

প্রকাশিত: ১৩ মে ২০২১, ১২:১৫ এএম
নরসিংদীর শিবপুর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (১২ মে) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার সৃষ্টিগড় এলাকায় দি পিপলস ইউনিভার্সিটির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঢাকার নিউরো সাইন্স হাসপাতালের ডাক্তার জহিরুল হক ও তার স্ত্রী ডাক্তার তুহিন। তাদের বাড়ী নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল গ্রামে। অপরজন মাইক্রোবাসের চালক খোকন। ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার জানান, বুধবার দুপুরে ভৈরব থেকে একটি লোকাল বাস নরসিংদীর দিকে যাচ্ছিল। আর ভৈরবের দিকে মাইক্রোবাসটি যাচ্ছিল। পথে দি পিপলস ইউনিভার্সিটির সামনে দু’টি গাড়ির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ও দুই যাত্রী মারা যান। এতে আহত হন পাঁচজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে ওসি বলেন, বাসের বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বাস ফেলে চালক পালিয়েছেন। বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে। বাসের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: