পুঁজিবাজারের লেনদেনের পাশাপাশি বেড়েছে সবগুলো সূচক

প্রকাশিত: ১৬ মে ২০২১, ০৯:৪৩ পিএম
দেশের দুই শেয়ারবাজারে আজ রোববার (১৬ মে) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬২ পয়েন্ট। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৯১ পয়েন্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেন হয়েছে এক হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার টাকা। এর আগে বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ৪৫৩ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার টাকা। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৬২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩১টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, সাইফপাওয়ার, রবি, সামিট পাওয়ার, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, ম্যাকসন স্পিনিং, জেনেক্স ইনফয়েস লিমিটেড, লংকা বাংলা ফাইন্যান্স, এসএস স্টিল, আইএফআইসি। দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো অ্যাডভেন্ট লিমিটেড, নূরানি ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেড, সুহৃদ, ইনডেক্স অ্যাগ্রো, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জেনেক্স ইনফয়েস লিমিটেড, কেয়া কসমেটিকস, সায়হাম টেক্সটাইল, এনআরবিসি ব্যাংক, রিংগ শাইন টেক্সটাইল লিমিটেড। দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো মালেক স্পিনিং, এমারেল্ড অয়েল, ই জেনারেশন লিমিটেড, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, ইসলামি ইনস্যুরেন্স, কর্ণফুলী, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, সোনার বাংলা ইনস্যুরেন্স, ম্যাকসন স্পিনিং ও সন্ধানী ইনস্যুরেন্স। অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৪৯ পয়েন্টে। সিএসইএক্স সূচক ১১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ১৫৬ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ২১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৮৫৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬৮ পয়েন্টে। সিএসআই আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৫০ পয়েন্টে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: