পদ্মা সেতু দেখে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর

প্রকাশিত: ১৮ মে ২০২১, ০৫:০৩ পিএম
পদ্মা সেতু দেখে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর। পথিমধ্যে এক দূর্ঘটনায় নিহত হয় তারা। নিহতরা হলেন রাউফু গাজী (১৭), তুর্য জমাদ্দার (১৭) ও সান (১৭) নামের তিন বন্ধুর। সোমবার সন্ধ্যার দিকে সেতু দেখে বাড়ি ফেরার সময় মাওয়া-নড়াইল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা নামক স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, পদ্মা সেতু দেখতে সমবয়সী ১৫ থেকে ১৬ জন সোমবার সকালে মোটরসাইকেল নিয়ে নড়াইল শহরের বাড়ি থেকে বের হয়। তাদের মধ্যে একাদশ শ্রেণীতে পড়ুয়া তিন বন্ধুও ছিল। তারা একটি মোটরসাইকেলে ছিল। সেতু দেখে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার সময় জয় বাংলা স্থানে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স তাদের ধাক্কা দেয়। এতে দুই বন্ধু ঘটনাস্থলে মারা যায়। এ সময় মুমূর্ষু অবস্থায় সানকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত রাউফু গাজী নড়াইল পৌর সভার মহিষখোলা গ্রামের গাজী আমিনুর রহমানের ছেলে এবং তুর্য জমাদ্দার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল জমাদ্দারের ছেলে,সান শহরের আব্দুল মান্নানের ছেলে। নড়াইল পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম জহির সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নড়াইল শহরে দূর্ঘটনার সংবাদ পৌঁছালে শোকের ছায়া নেমে এসেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: