লাঠি হাতে মিছিলে কাদের মির্জা, সেতুমন্ত্রীকে আল্টিমেটাম

প্রকাশিত: ৩০ মে ২০২১, ০৮:৪৭ পিএম
বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা তার ভক্ত অনুসারীদের নিয়ে লাঠি হাতে মিছিল করেছেন। মিছিলটি বসুরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রোববার (৩০ মে) সকাল সাড়ে ৮টায় মেয়র কাদের মির্জার নেতৃত্বে মিছিলটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে এসে শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত পথ সভায় বক্তৃতা দেন মেয়র কাদের মির্জা। বক্তৃতায় কোম্পানীগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সুপ্রভাত চাকমা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনির প্রত্যাহার দাবি করেন তিনি। এজন্য তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে ২৪ ঘণ্টার মধ্যে তাদের প্রত্যাহার করার আল্টিমেটাম দেন। অন্যথায় পৌরসভা চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করারও হুমকি দেন কাদের। মেয়র বলেন, এখানে প্রশাসনের ছত্রছায়ায় তাণ্ডব চালানো হচ্ছে। ডিসি-এসপির নির্দেশে টাকার জন্য প্রশাসন তাদেরকে সমর্থন দিচ্ছে। ওরা এমপি একরামের রাজত্ব এখানে কায়েম করতে চায়। মাইকে স্লোগান তিনি বলেন, ''ওসি রইন্যার (ওসি মীর জাহেদুল হক রনি) চামড়া তুলে নেব আমরা', 'শামিমের (এএসপি শামিম কবির) চামড়া তুলে নেব আমরা', 'ইউএনও'র চামড়া তুলে নেব আমরা', 'ডিসির চামড়া তুলে নেব আমরা', 'এসপির চামড়া তুলে নেব আমরা'।' কাদের মির্জা তার অনুসারীদের নিজ নিজ এলাকায় সংগঠিত হয়ে মিছিল সমাবেশ করার নির্দেশ দেন। এতে কেউ বাধা দিলে তা প্রতিহতেরও নির্দেশ দেন। তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেবের কথা এখন বললাম না। আমার সাথে যেসব ওয়াদা করেছেন সেগুলো ২৪ ঘন্টার মধ্যে পূরণ করেন। না হলে আপনার বিরুদ্ধেও চলবে, আপনার বউয়ের বিরুদ্ধেও চলবে। ছাড় দেব না।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: