বোচাগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১ মে ২০২১, ১১:০৫ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সফল বাস্তবায়ন উপলক্ষে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৩১ মে) সকাল ১১টায় বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। প্রসঙ্গত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল বাশার মো. সায়েদুজ্জামানের সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবু সায়েম, স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ জীবন কুমার সাহা, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মাহফুজ, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, সাধারনণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, ইমাম সমিতির নেতা আলহাজ্বব মো. ওয়াহিদ শাহ, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা মোঃ বাহার, পৌরসভার স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি বিপদ ভঞ্জন রায় প্রমুখ। উল্লেখ যে, আগামী ৫ জুন হতে ১৯ জুন পর্যন্ত বোচাগঞ্জের ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বেশ কয়েকটি কেন্দ্রে জাতীয় ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানো হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: