বরগুনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা

প্রকাশিত: ০৪ জুন ২০২১, ০১:১৮ এএম
বরগুনা সিভিল সার্জন অফিসের উদ্দোগে আজ সিভিল অফিস মিলনায়তনে বিকাল ৪টায় ভিটামিন "এ"ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টশন কর্মশালার আয়োজন করা হয়। ৫জুন ২০২১ থেকে পক্ষকাল ব্যাপী ইপিআই কেন্দ্র সমুহে জাতীয় "এ"প্লাস ক্যাম্পেইনে৬ থেকে ১১ মাস বয়সী এবল১২ থেকে ৫৯ মাস বয়সী মোটঃ ১ লক্ষ ১৬ হাজার ৩শ শিশুকে বরগুনা জেলায় এ'ক্যাপসুল খাওয়ানো হবে। ওরিয়েন্টশন কর্মশালায় জানানো হয়,বরগুনা জেলায় ৯৫৮ টি কেন্দ্রে এই কর্মসূচি পালন করা হয়। এই সকল কেন্দ্রে স্বাস্থ্য সহকারী ১৭২ জন,পরিবার কল্যান সহকারী ১৮৩, সিএইচসিপির, ১১২ জন ছাড়াও ৪৯৭ জন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকরা দায়িত্বপালন করবে। সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান 'এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টশন কর্মশালায় প্রবন্ধ উপস্হাপন করেন, ডাঃ শামিম নাসরিন, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস,ফোরকান আহমেদ সিঃ স্বাস্থ্য কর্মকর্তা,খান সালামত উল্লাহ,স্বাস্থ্য তত্তাবধায়ক। ওরিয়েন্টশনে জাতীয় ও স্হানীয় পর্যায়ে ৪০ জন গণমাধ্যম প্রতিনিধিরা উপস্হিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: