সরিষাবাড়ীতে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশিত: ০৫ জুন ২০২১, ১১:১৮ পিএম
জামালপুরের সরিষাবাড়ীতে প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আজ শনিবার (৫ জুন) সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠে আয়োজিত প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেটেনারী সার্জন আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, এ্যাডভোকেট জহুরুল ইসলাম মানিক। অতিথি বৃন্দ প্রাণীসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রদর্শনীতে বিভিন্ন প্রকার প্রাণী ও প্রযুক্তির ৪০টি স্টল রয়েছে বলে আয়োজকরা জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার খামারি, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: