ফের জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০১:১৩ এএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফের জ্বরে আক্রান্ত হয়েছেন। এর আগে ২৭ মে একবার জ্বর হয়েছিল খালেদা জিয়ার। রোববার (১৩ জুন) সকালে তার জ্বর আসে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক। খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় বিকেলে মেডিকেল বোর্ড পর্যালোচনা বৈঠক করেছে। ওই চিকিৎসক জানান, খালেদা জিয়ার প্যারামিটারসগুলো ওঠানামা করছে। চিকিৎসকেরা সে অনুযায়ী পরিবর্তিত চিকিৎসা দিচ্ছেন। প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৬ দিন পর ৩ মে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাকে জরুরিভাবে করোনারি কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা চলছে। এর আগে গত ১৪ এপ্রিল গুলশানের বাসা 'ফিরোজায়' করোনাভাইরাসে আক্রান্ত হন। করোনামুক্ত হন ৯ মে।দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার গত বছরের ২৫ মার্চ মানবিক বিবেচনায় শর্তসাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। তখন থেকে তিনি গুলশানে ভাড়া বাসা ফিরোজায় একরকম কোয়ারেন্টিনের মধ্যে ছিলেন। তার সঙ্গে বাইরের কারও যোগাযোগ ছিল সীমিত।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: