জমির বিরোধে গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০৩:৫২ পিএম
কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ধারালো দা দিয়ে রুমা আকতার নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় স্বামী মুফিজকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করার অভিযোগ পাওয়া যায়। নিহত গৃহবধূ রুমা আক্তার দুই সন্তানের জননী বলে জানা গেছে। আহত স্বামী মুফিজকে উখিয়া হাসপাতলে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক। রবিবার (১৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার পশ্চিম হলদিয়া পালংয়ের মোতার ফকিরের রাস্তা এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নিহতের পরিবারের সদস্যরা জানান, শাহাবুদ্দিন নুরুল ইসলাম ফরিদ আলম ও মোস্তাকের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা সংগঠিত করেন। হলদিয়া পালং ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক আমিন জানান, পারিবারিক তুচ্ছ ঘটনার জের ধরে হত্যার ঘটনাটি ঘটে। মূলত জায়গা জমির বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘটিত ঘটনায় স্বামী মুফিজকে রক্ষা করতে এসে সন্ত্রাসীদের হাতে খুন হন স্ত্রী রুমা আক্তার। হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার শামসুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সঠিক তদন্তের মাধ্যমে মর্মান্তিক এ হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দাবি জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: