ইসলামি বক্তার নিখোঁজে ফেসবুকে আসিফ নজরুলের প্রতিবাদ

প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০৭:৩৯ পিএম
রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে শুক্রবার (১১ জুন) গভীর রাতে আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনান নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, নিখোঁজ হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা নেয়নি। এদিকে, আদনানের মতো ইসলামি বক্তার নিখোঁজের পর উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক. আসিফ নজরুল। আজ সোমবার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আদনানের ঘটনার সাথে জড়িতদের দ্রুত শাস্তি দাবি করেন তিনি। স্ট্যাটাসে আসিফ নজরুল বলেন, 'যে দেশে মডেল মসজিদ হয় সেখানে আলেম উলামারা এতো হুমকির মুখে থাকে কিভাবে? কিভাবে নিঁখোজ হয়ে যায় আবু তোহা মোহাম্মদ আদনানের মতো একজন নির্বিরোধী ইসলামিক বক্তা? অবিলম্বে আদনানের সন্ধান চাই, যারাই জড়িত আছে এর পেছনে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।' এদিকে নিখোঁজ আবু তোহা মোহাম্মদ আদনানের শ্যালক জাকারিয়া হোসেন গণমাধ্যমকে বলেন, 'বৃহস্পতিবার (১০ জুন) রংপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন আবু ত্ব-হা ও তার সঙ্গীরা। পরে গাবতলী থেকে তারা নিখোঁজ হন বলে জানতে পেরেছি। সর্বশেষ রাত ২টা ৩৬ মিনিটে যখন আবু ত্ব-হার সঙ্গে যোগাযোগ হয়, তখন তিনি ঢাকার গাবতলীতে ছিলেন।' তিনি আরও বলেন, 'এরপর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখন পর্যন্ত তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। নিখোঁজের পরদিন শুক্রবার আবু ত্ব-হার স্ত্রী দারুসসালাম থানায় লিখিত অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: