নীলফামারীতে পুকুরে মিলল কৃষ্ণ মূর্তি

প্রকাশিত: ১৫ জুন ২০২১, ০২:০১ এএম
নীলফামারীর ডোমারে পুকুর খননের সময় প্রাচীন কালের পিতলের তৈরি একটি কৃষ্ণ মূর্তি পাওয়া গেছে। সোমবার (১৪ জুন) বাংলাদেশ জাতীয় যাদুঘর এবং পার্শ্ববর্তী দিনাজপুর জেলার কান্তজীর মন্দির সংলগ্ন যাদুঘরে মুর্তিটি প্রদর্শনের জন্য আদালতে আবেদন করা হয়েছে। গত শুক্রবার উপজেলার সোনারায় ইউনিয়নের চিকারহাট নামক স্থানে পুকুর খননের সময় এই মুর্তিটি পেয়েছেন ট্রাক্টর টলি শ্রমিক শামুন ইসলাম(২৫) নামের ওই এলাকার এক যুবক। প্রতিদিনের ন্যায় ট্রাক্টর টলিতে মাটি কাটার কাজে যায় সে। ওই দিন পুকুরের মাটি খননের সময় বেরিয়ে আসে কৃষ্ণ মূর্তিটি। ৪ইঞ্চি উচ্চতার মূর্তিটির ওজন ২০২.০২ গ্রাম। মুর্তি পাওয়ার বিষয়টি শামুন ইসলাম এলাকার কয়েক জন ব্যক্তিকে জানালে এটি প্রাচীন কালের পিতলের তৈরি কৃষ্ণ মূর্তি বলে নিশ্চিত হন। মূর্তিটি দেখতে সনাতন ধর্মের অনেক মানুষ ভীড় জমায়। অনেকেই মূর্তিটি কিনে নিতে চাইলেও দেননি শামুন। মূর্তি পাওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমকে অবগত করলে তিনি মুর্তিটি থানায় জমা দিতে বলেন। রবিবার দুপুরে শামুন উপজেলার সোনারায় ইউনিয়নের যুবলীগ সভাপতি মজিবুল ইসলামসহ এলাকার আরো কয়েকজনকে সাথে নিয়ে মূর্তিটি ডোমার থানায় হস্তান্তর করেন। ডোমার থানা ওসি (তদন্ত) বিশ্বদেব রায় মুর্তি হস্তান্তর বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশ জাতীয় যাদুঘর এবং পার্শ্ববর্তী দিনাজপুর জেলার কান্তজীর মন্দিরের যাদুঘরে মুর্তিটি প্রদর্শনের জন্য সোমবার আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: