নাসিরের সঙ্গে থাকা ওই ৩ নারী রাজি হলে আরও একটি মামলা

প্রকাশিত: ১৫ জুন ২০২১, ০৪:৩০ পিএম
চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ গ্রেফতার এড়াতে এ নায়িকার ‘বন্ধু’ অমির বাসায় লুকিয়ে ছিলেন। এসময় তার সঙ্গে ৩ নারীকে পাওয়া গেছে। নাসির উদ্দিনের সঙ্গে থাকা ৩ নারী যদি রাজি হয় তাহলে আরও একটি মামলা হবে। এছাড়া আরও একটি মাদক মামলা হবে উত্তরা পশ্চিম থানায়। একই সঙ্গে নাসিরের সহযোগী তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধেও একই মামলা দায়েরের প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ। সোমবার বিকালে উত্তরার এক নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাসা থেকে এই দু’জনের সঙ্গে তিন নারীকে গ্রেপ্তার করে পুলিশ। নারীরা হলেন- লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)। গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘সাভার থানার মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে মাদক মামলা হবে উত্তরা পশ্চিম থানায়। ওই তিন নারী যদি রাজি হয়, তাহলে তাদের বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজ করানোর অভিযোগ এনে আরও একটি মামলা হবে।’ মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। এই গোয়েন্দা কর্মকর্তা জানান, উত্তরার যে বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেটি স্নিগ্ধা নামের নারীর। ‘এই বাসায় নাসির ও অমি ‘আমোদ-ফুর্তি’ করতে আসতেন’ বলে দাবি করেন তিনি। গ্রেপ্তার অভিযানের সময় ওই বাসা থেকে এক হাজার ইয়াবা ও বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ-বিয়ার উদ্ধার করা হয়। নাসিরের বিরুদ্ধে আগেও মাদক ও নারী নির্যাতনের মামলা হয়েছে বলে তথ্য দিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ। বলেন, ‘মাদক ও নারী নির্যাতনসহ নানা অভিযোগে তাকে উত্তরা ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে বলে জেনেছি। কেউ তার বিরুদ্ধে অভিযোগ করলে আমরা সেগুলোর তদন্ত করব।’ নাসিরের বিষয়ে এসব জানা সত্ত্বেও পরীমনির স্ট্যাটাসের পর পর অভিযানে যাওয়া হয়নি কেন প্রশ্নে ডিবির এই কর্মকর্তা বলেন, এই ঘটনা নিয়ে রোববার রাতে সংবাদ সম্মেলন করেন পরীমনি। সংবাদ সম্মেলনের পরপরই আমরা অভিযানের প্রস্তুতি নিয়েছিলাম, তবে যেহেতু রাতে মামলা হয়নি, তাই আমরা অ্যাকশনে যাইনি। সাভার থানায় মামলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা অভিযান চালিয়ে নাসিরকে গ্রেফতার করি। এর আগে কারও নাম উল্লেখ না করে তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে তার কাছে বিচার চান। এর পরের দিন রোববার তিনি বনানীর নিজ বাসায় সাংবাদিক সম্মেলন করেন। সেখানে ঢাকা বোট ক্লাবের নির্বাহী সদস্য ও ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের নাম উল্লেখ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: