নোয়াখালীতে করোনায় আক্রান্ত প্রায় ১০ হাজার মানুষ

প্রকাশিত: ১৫ জুন ২০২১, ০৪:৩৭ পিএম
দেশের বিভিন্ন জেলাতে ভয়ানক রূপ ধারণ করেছে প্রাণঘাতী করোনার দ্বিতীয় ঢেউ। নোয়াখালীতে গেল ২৪ ঘণ্টায় নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৯১ জন। ওইদিন মোট ৫৬৯ জনের পরীক্ষা করে এ সংখ্যা পাওয়া গেছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৫৭ শতাংশ। মঙ্গলবার (১৫ জুন) সকালে নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এ তথ্য নিশ্চিত করেন। এর মধ্যে সদর উপজেলায় ১২৫ জন, সূবর্ণচরে ১ জন, বেগমগঞ্জে ২০ জন, সোনাইমুড়িতে ৩ জন, চাটখিলে ৬ জন, সেনবাগে ২ জন, কোম্পানীগঞ্জে ২৭ জন ও কবিরহাটে ৭ জন শনাক্ত হয়েছেন। তিনি বলেন, এ নিয়ে জেলায় ৯২ হাজার ৮০৬ জনের পরীক্ষা করে মোট আক্রান্ত পাওয়া গেছে ৯ হাজার ৮৩৬ জন। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ১০ দশমিক ৬০ শতাংশ। জেলায় মোট মৃত্যু হয়েছে ১২৭ জন। মৃত্যুর হার এক দশমিক ২৯ শতাংশ। সিভিল সার্জন অফিস জানায়, নোয়াখালী সদরে ৩ হাজার ৬৭৩ জন, সুবর্ণচরে ৪২২ জন, হাতিয়ায় ১৭৭ জন, বেগমগঞ্জে ২ হাজার ১৪ জন, সোনাইমুড়ীতে ৬৬৪ জন, চাটখিলে ৪৬২ জন, সেনবাগে ৫৫৮ জন, কোম্পানীগঞ্জে ৯৮৪ জন ও কবিরহাটে ৮৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: