ফরিদপুরে পাঁচ ঘন্টায় মাদক মামলার অভিযোগপত্র দাখিল

প্রকাশিত: ১৬ জুন ২০২১, ০৯:১৫ পিএম
এবার পাঁচ ঘন্টার মধ্যে মাদক সেবন মামলার অভিযোগপত্র দাখিল করলো ফরিদপুরের সদরপুর থানা পুলিশ। মঙ্গলবার (১৫ জুন) ফরিদপুরের ২নং আমলী আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ অভিযোগপত্র দাখিল করা হয়। ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম-সেবা) এর তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ শওকত হোসেন এ অভিযোগপত্র দাখিল করেন। মামলার তদন্তে সার্বিক সহযোগিতা করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার। আজ বুধবার (১৬ জুন) ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, ফরিদপুরে সদরপুর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উপজেলার ইন্তাজ মোল্যার ডাঙ্গী এলাকার গাইন বাড়ী মোড়ে নুরু গাইন (৩৬) নামের এক ব্যাক্তি মাদন সেবন করছে। পরে পুলিশ এলাকাবাসীর সহায়তায় ওই ব্যাক্তিকে আটক করে। নুরু গাইন ওই উপজেলার বৈরাগী ডাঙ্গী গ্রামের জাহাঙ্গীর গাইনের ছেলে। পরে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের সার্বিক দিক নিদের্শনায় সদরপুর থানা পুলিশ তদন্ত পূর্বক পাঁচ ঘণ্টার মধ্যে চার্জশীট (অভিযোগপত্র) কোর্টে প্রেরণ করেন। এর আগে গত রবিবার (১৩ জুন) ২৪ ঘণ্টায় একটি চুরি মামলার অভিযোগ দাখিল করে ফরিদপুর জেলা পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, মামলা জট কমানো ও গতিশীলতা বৃদ্ধি করতে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এছাড়া এ ধরণের উদ্যোগ কর্মতৎপরতা বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: