মুক্তিযোদ্ধার সন্তানদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৭ জুন ২০২১, ১১:৩৯ পিএম
বীর মুক্তিযোদ্ধার সন্তান জি এম মুসা, জি এম ওসমানী হাসান ও কে এম তানজিলের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধার সন্তানেরা। বৃহস্পতিবার (১৭ জুন) সকাল ১০টা থেকে বেলা ১১ টা পর্যন্ত বরগুনা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম আবদুর রশিদ, আমতলীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ফকির, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেলা শ্রমিকলীগের আহবায়ক আবদুল হালিম মোল্লা, মুক্তিযোদ্ধার সন্তান আরিফুর রহমান মারুফ মৃধা, অ্যাডভোকেট আরিফুল ইসলাম মিঠু মৃধা ও জাহিদ রায়হান। গত ২১ মে আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিউর রহমানের ভাগ্নে আবুল কালাম আজাদ ও হাসান মৃধাকে কুপিয়ে আহত করা হয়। ঘটনার প্রায় একমাস পরে আবুল কালাম আজাদ বাদী হয়ে ১৬ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বক্তারা দাবী করেছেন, ওই মামলায় আমতলী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম মুসা, আমতলী উপজেলা যুবলীগের সভাপতি জি এম ওসমানী হাসান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন খান, মুক্তিযোদ্ধার সন্তান কে এম তানজিলসহ ৯ জনকে হয়রানী করার জন্য ঘটনার সাথে জড়িত না থাকা সত্ত্বেও আসামী করা হয়েছে। তারা আরও দাবী করেন, আওয়ামীলীগের আভ্যন্তরীন কোন্দলের কারনে আমতলীতে পাল্টাপাল্টি হামলা-মামলার ঘটনা ঘটছে। তার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় ও বরগুনা জেলা আওয়ামীলীগের নেতাদের হস্তুক্ষেপ দাবী করেছেন। সেইসাথে পুলিশকে সঠিক তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের শাস্তি ও নির্দোষীদের মুক্তি দাবী করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: