বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ ট্রলার ডুবি, নিখোঁজ ৩

প্রকাশিত: ১৯ জুন ২০২১, ০২:৫০ এএম
বরগুনার পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ এফবি বিলকিস নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ২১ জেলে উদ্ধার হলেও এখন পর্যন্ত ট্রলারসহ তিন জেলে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১৮ জুন) বিকেল ৫টায় জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা গোলাম চৌধুরী নিশ্চিত করেছেন বিষয়টি। শুক্রবার (১৮ জুন) সকাল ৬টার দিকে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরারত অবস্থায় এ ঘটনা ঘটে। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এফবি বিলকিস নামে ট্রলারের জেলেরা মাছ ধরছিল, এমন সময় হঠাৎ প্রচণ্ড ঝড়ে ঢেউয়ের তোড়ে ট্রলার ডুবে যায়। ৪ ঘণ্টা পরে ২১ জেলেকে ভাসমান অবস্থায় পার্শ্ববর্তী আরেকটি মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করলেও এখন পর্যন্ত তিন জেলেসহ ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ জেলেরা হলেন নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সুবর্ণচর ইউনিয়নের মো. আলমগীর (৩৫) ও মো. রিয়াজ (২০) এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ৭ নং কালমেগা ইউনিয়নের মো. কালাম (৪০)। এ ঘটনায় কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, ট্রলার ও জেলে ডুবে যাওয়ার খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স উদ্ধারের জন্য সাগরে গেছে। আশা করছি জেলেদের উদ্ধারে সক্ষম হবে। জানা যায়, ডুবে যাওয়া ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য দুপুরে জিসান নামের একটি ট্রলার নিয়ে সাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছে কোস্টগার্ডের সদস্যরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: