সেতাবগঞ্জে ভোট গ্রহণ শুরু, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নৌ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২১ জুন ২০২১, ০৩:৫৯ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচনে ইভএম-এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। ১০ টি কেন্দ্রে ভোটের শুরুতেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সোমবার (২১ জুন) সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। এদিকে সকালে উঠে সাধারন মানুষের সাথে স্বাস্থ্যবিধি মেনে ভোট দিতে দেখা গেছে নৌ পরিবাহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে। সকালে সরেজমিনে দেখা গেছে, ৩ নম্বর ভোট কেন্দ্রে পুরুষ ভোটারের বড় লাইন। ৩ নম্বর কেন্দ্রে মোট পুরুষ ভোটার সংখ্যা ১৫৮০। সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটাররা উৎসব মুখর পরিবেশে ভোট প্রদান করছেন। ভোটাররা জানায়, প্রথম বারের মত ইভিএম মেশিনে ভোট দিয়ে তারা স্বাচ্ছন্দ বোধ করছেন। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেওে তারা আনন্দিত। প্রায় ১১ বছর পর এই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে ১ জন মহিলাসহ ৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। পৌরসভার মোট ভোটার সংখ্যা ২১ হাজার ৩৫৮ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৩২৬ এবং মহিলা ১১ হাজার ৩২ জন ভোটার রয়েছেন। মোট ভোট কেন্দ্র সংখ্যা ১০টি, বুথের সংখ্যা ৭৪টি। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ১০ টি কেন্দ্রে ৯ জন ম্যাজিষ্ট্রেট, ১০ জন প্রিজাইডিং অফিসারসহ ২৩২ জন নিবাচনী কর্মকর্তা ভোটগ্রহণ কাজে নিয়োজিত আছেন। এদিকে, ৩ নম্বর কেন্দ্র দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার নাহিদ হোসেন জানান, উৎসবমুখর পরিবেশে ভোটারা আগ্রহ নিয়ে ভোট প্রদান করছে। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার ছন্দা পাল বলেন, 'সেতাবগঞ্জ পৌরসভার ভোট সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটাররা যাতে স্বাস্থ্যবিধি মেনে ভোট দিতে পারে আমরা সেদিকে খেয়াল রাখছি। এই পৌরসভায় প্রথমবারের মত ইভিএমের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদেরও মধ্যে আগ্রহ রয়েছে। এই পৌরসভারই ভোটার নৌ পরিবাহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি সকাল ৯ টায় তার বাড়ীর পাশে ধনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে নিজের ভোটটি দিয়েছেন বলে জানা গেছে। ২০১১ সালের ১২ জানুয়ারী সেতাবগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবার পর। সীমানা জটিলতার কারণে আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। প্রায় ১১ বছর পর ৬ষ্ঠ ধাপে আজ ২১ জুন, সোমবার ইভিএমের মাধ্যমে সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ, র‌্যাবের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে। নির্বাচনে মেয়র পদে লড়ছেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী 'নৌকা' প্রতীক নিয়ে মোঃ আসলাম, স্বতন্ত্র প্রার্থী 'নারিকেল গাছ' প্রতীক নিয়ে মোঃ হাবিবুর রহমান দুলাল, স্বতন্ত্র প্রার্থী 'জগ' প্রতীক নিয়ে মো. নাহিদ বাসার চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির মনোনীত প্রার্থী 'হাতুড়ী' প্রতীক নিয়ে কমরেড রশিদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী 'মোবাইল' প্রতীক নিয়ে নাজমুন নাহার মুক্তি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: