ভোলায় নতুন ঘর পেল আরও ১৫০ পরিবার

প্রকাশিত: ২১ জুন ২০২১, ০৫:৩৩ পিএম
চপল রায়, (ভোলা তজুমদ্দিন) থেকে: ভোলার তজুমদ্দিনে মুজিব শতবর্ষের উপহার হিসেবে দু'শতক জমি সহ সেমিপাকা ঘর পেল ১৫০ গৃহহীন পরিবার। রোববার (২০ জুন) সকালে গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন থেকে সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২য় পর্যায়ে গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপকারভোগী পরিবারের সদস্যদের মাঝে রেজিস্ট্রিকৃত দলিল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়াম থেকে যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা, উপজেলা কৃষি অফিসার মোঃ আবুল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান সহ অন্যরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: