ফরিদপুরে লকডাউন সফল করতে মাঠে  সালথার ইউএনও

প্রকাশিত: ০২ জুলাই ২০২১, ০২:০৩ এএম

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে ভোর থেকে মাঠে নেমেছেন ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকার।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে লকডাউন সফল করতে সালথার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন তিনি।

এসময় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও নেতৃত্ব দেন ইউএনও। যাদের মাস্ক ছিল না তাদের মাস্ক পরার বিষয়ে সতর্ক করেন।যারা স্বাস্থ্যবিধি অমান্য করেছেন তাদেরও হুঁশিয়ার করে দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মোহাম্মদ হাসিব সরকার বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য আমরা ভোর থেকে মাঠে আছি।

তিনি বলেন, সবাইকে অনুরোধ করেছি যাতে তারা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হন। জরুরি প্রয়োজনে যদি বের হন তাহলে অবশ্যই যেন তারা মাস্ক পরেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: