সীমান্তবর্তী গ্রামের বাড়ি থেকে ৫টি ভারতীয় গরু উদ্ধার

প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ১২:৩১ এএম
পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তবর্তী গ্রামের চোরাকারবারীর বাড়ি থেকে পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জুলাই) ভোররাতে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্তবর্তী মালকাডাঙ্গা গ্রামে চোরাকারবারী ডালিম(৩৬) এবং তার ছোট ভাই মামুন(৩২) এর বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ওই পাঁচটি গরু উদ্ধার করে। গরুগুলোর আনুমানিক মুল্য প্রায় চার লাখ টাকা। বর্তমানে বোদা থানা পুলিশের হেফাজতে রয়েছে ভারতীয় পাঁচটি গরু। পুলিশ জানায় বড়শশী ইউনিয়নের চিহ্নিত চোরাকারবারী মামুন ও ডালিম সহোদর ভাই। ওই এলাকায় বেশকিছুদিন ধরে গরু চোরাকারবারীর সাথে জড়িত তারা। রোববার দিবাগত গভীর রাতে খবর পাওয়া যায় অবৈধভাবে মালকাডাঙ্গা সীমান্ত দিয়ে গরু বাংলাদেশে এসেছে। খবর পেয়ে পুলিশ সোমবার ভোররাতে মামুন ও ডালিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় ছোট ভাই মামুনের বাড়িতে তিনটি বড় আকৃতির এবং বড় ভাই ডালিমের বাড়িতে দুইটি মাঝারি ভারতীয় গরু পাওয়া যায়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বাড়ি থেকে পালিয়ে যায় । পরে পুলিশ তাদের বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। বোদা থানার ওসি আবু সাইদ চৌধূরী জানায় ভারতীয় গরু কিভাবে বাংলাদেশে আসে? কারা এই চক্রের সাথে জড়িত । এইসব বিষয় তদন্ত করা হচ্ছে। তদন্তের পর মামুন ও ডালিম সহ জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। পরে গরুগুলো নিলামে বিক্রয়ের কথা রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: