লকডাউন না মেনে পশুর হাট, গুণতে হলো জরিমানা

প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ০৭:২১ এএম
রবিউল হোসেন রবি, চট্টগ্রাম থেকে: চট্টগ্রামের পতেঙ্গা থানার স্টিল মিল ও কাঠগড় এলাকায় অবৈধভাবে গরুর তিনটি খাইন বসানোর দায়ে তিন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ওই অবৈধ তিনটি খাইনে রাখা গরু হাটে নিয়ে বিক্রির নির্দেশ দেয়া হয়। বুধবার (১৪ জুলাই) চসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিষ্ট্রট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে উপস্থিত ছিলেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এতে সার্বিক সহায়তা করে চট্টগ্রাম মেট্রােপলিটন পুলিশ (সিএমপি)। করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে অভিযানে পথচারীদের মাঝে মাস্কও বিতরণ করা হয়েছে। করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেটরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: