দুই সপ্তাহ পর চালু অভ্যন্তরীণ ফ্লাইট

প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ০৮:১৭ পিএম
কোরবানির ঈদকে সামনে রেখে দেশজুড়ে চলা কঠোর লকডাউন শিথিল করে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে সারাদেশে যানবাহন ও দোকানপাট-শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। সেই সাথে করোনা মহামারি মোকাবিলায় জারি করা বিধিনিষেধের কারণে ১৪ দিন বন্ধ থাকার পর আবারও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এর আগে গত মঙ্গলবার ( ১৩জুলাই) বেবিচকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে পরবর্তী ৯ দিন অর্থাৎ ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলবে এবং ওই দিন ভোর ৬টা থেকে ৫ই আগস্ট পর্যন্ত পুনরায় বন্ধ করে দেয়া হবে। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে ফ্লাইট চলাচল শুরু হয়। এদিন সকালে ঢাকা-সৈয়দপুর, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-যশোর রুটে তিন ফ্লাইট পরিচালনা করা হয়। উল্লেখ্য ,করোনার প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে দুই দফায় গত ১ জুলাই থেকে ৭ জুলাই এবং ৮ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে বৃহস্পতিবার থেকে বিধিনিষেধ শিথিল করায় পুনরায় অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর কথা জানায় বেবিচক। গত মঙ্গলবার বেবিচকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করবে। ওই দিন থেকে পরবর্তী ৯ দিন অর্থাৎ ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত ফ্লাইট চলবে। এর আগে গত মঙ্গলবার (১৩ জুলাই) বেবিচকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার থেকে পরবর্তী ৯ দিন অর্থাৎ ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলবে এবং ওই দিন ভোর ৬টা থেকে ৫ই আগস্ট পর্যন্ত পুনরায় বন্ধ করে দেয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: