বিনামূল্যে অক্সিজেন সহায়তা দিচ্ছে পঞ্চগড় জেলা পরিষদ

প্রকাশিত: ১৫ জুলাই ২০২১, ০৯:১৪ পিএম
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তিদের সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়েও করোনার ২য় ঢেউয়ে কোভিড আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। চলতি বছরের জুন এবং জুলাই মাসে পঞ্চগড়ে করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫ জন। এর মধ্যে জুলাই মাসে আক্রান্ত হয়েছে ৭৩৭ জন। তবে এই জেলার হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত অক্সিজেন ব্যবস্থা। সেই কথা বিবেচনায় রেখে অক্সিজেন সংকট দূর করতে বিনামূল্যে পঞ্চগড়ে কোভিড রোগীদের বিনামুল্যে অক্সিজেন সহায়তা দিচ্ছে পঞ্চগড় জেলা পরিষদ। গত জুন মাসে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হওয়ার সাথে সাথে বিনা মূল্যে জেলার করোনা আক্রান্ত রোগীদের এই সেবা দেওয়ার জন্য পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট এই উদ্যোগ নেয়। অক্সিজেন সেবা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে ১০ টি সিলিন্ডার। সরেজমিনে বৃহস্পতিবার (১৫ জুলাই) পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান কার্য্যালয়ে গিয়ে দেখা যায় আনোয়ার সাদাত সম্রাট এর পিছনে ছোট কক্ষটিতে অক্সিজেন সিলিন্ডার সাজানো রয়েছে। তিনি নিজেই সেই সিলিন্ডারগুলো তদারকি করছেন। জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন রোগীদের আত্নীয় স্বজনরা তার কার্য্যালয়ে এসে সিলিন্ডারের অপেক্ষায় রয়েছেন। তার কাছে কোভিড আক্রান্ত রোগীদের ফোন কল আসছে তাদেরকে বিভিন্ন সহায়তার পাশাপাশি কোথায় কিভাবে করোনা রোগীদের তাৎক্ষনিক চিকিৎসা , হোম আইসোলেশন প্রাতিষ্টানিক আইসোলেশন এবং আক্রান্তকালীন সময়ে করনীয় সমন্ধে সচেতনতা তৈরি করছেন । এ পর্যন্ত ৫০ জন করোনা রোগী পঞ্চগড় জেলা পরিষদ থেকে অক্সিজেন সেবা নিয়েছেন। জেলা পরিষদ সদস্য মনোয়ার হোসেন দিপু, মনির হোসেন, আকতারুন নাহার সাকি, মাসুদ করিম এবং মাজেদ বকুল জানায় আমদের পঞ্চগড় জেলার করোনা আক্রান্ত রোগীদের কথা মাথায় রেখে চেয়ারম্যান এই উদ্যোগ নিয়েছেন। আমরা ভাল সাড়া পাচ্ছি। শুধুমাত্র ফোন করলেই তার নাম ঠিকানা লিপিবদ্ধ করে বিনামুল্যে অক্সিজেন সহায়তা দেওয়া হচ্ছে। জেলা পরিষদের অর্থায়নে এই সিলিন্ডারগুলো ক্রয় করে সেবা দেওয়া হচ্ছে। সিলিন্ডারের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে। জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট বলেন বর্তমানে বৈশ্বিক করোনা মহামারি । আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে কয়েকটি উন্নত দেশের তুলনায় বাংলাদেশ করোনা নিয়ন্ত্রনে এগিয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর সুযোগ্য কূটনৈতিক তৎপরতায় আমরা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পেয়েছে এদেশের বিভিন্ন শ্রেনী পেশার লাখ লাখ মানুষ। আমি বিভিন্ন মিডিয়ায় যখন দেখলাম করোনাকালীন রাজধানীর বিভিন্ন হাসপাতালে মানুষ অক্সিজেন নিয়ে মানুষের দূর্ভোগ। সেই কারনে নিজের বিবেকবোধ থেকে গত জুন মাস থেকে আমি স্বল্প পরিসরে অক্সিজেন সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছি। প্রথমে শুধুমাত্র পাঁচটি সিলিন্ডার দিয়ে সেবা শুরু করেছিলাম বর্তমানে ১৫ টি সিলিন্ডার রয়েছে। বিশেষ করে যারা গরীব অসহায় করোনা রোগী তাদেরকে অগ্রাধিকার দেওয়া আছে। করোনা রোগী থেকে মুক্তি পাওয়ার পরও স্বজনরা সিলিন্ডার ফেরত সহসাই দিচ্ছেনা। বর্তমানে গ্রামের মানুষের মাঝেও করোনা সংক্রমন বেড়ে যাচ্ছে। আমি চাই গরীব অসহায় কোন করোনা রোগী যাতে কস্ট না পায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: