প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পেল ৭ হাজার পরিবার

প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ০৪:৩০ এএম
পাবনার বেড়া পৌর এলাকার সাত হাজার পরিবারকে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার এলাকায় করোনাকালে ক্ষতিগ্রস্থ, অসহায়, কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে ঈদ উপলক্ষে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। বেড়া পৌর এলাকার গঞ্জ ও বিবি স্কুল মাঠে প্রধানমন্ত্রীর খাদ্য বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বেড়া পৌর সভার মেয়র আলহাজ্ব আব্দুল বাতেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল জলিলসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলর, সরকারি কর্মকর্তাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খাদ্য বিতরনকালে পৌরমেয়র আব্দুল বাতেন বলেন, পৌর এলাকার লক্ষাধিক মানুষের মধ্যে থেকে চুড়ান্ত তালিকা তৈরী করে ভুক্তভোগীদের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেয়া হচ্ছে। এছাড়া যারা অভাব থাকলেও চক্ষু লজ্জার কারনে চাইতে পারছেন না। তারা আমাদের ফোনে জানালে আমাদের লোকজন তাদের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দেবেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: