অসহায় মানুষের পাশে দাঁড়ালো ‘মায়ের মমতা কল্যাণ সংস্থা’

প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ০৫:২০ এএম
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরীব,অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা করেছে মায়ের মমতা কল্যাণ সংস্থা। বৃহস্পতিবার (১৫জুলাই) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারীইউনিয়নের, বারুয়ামারি গ্রামে 'মায়ের মমতা কল্যাণ সংস্থা'র প্রধান কার্যালয়  চত্বরে। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরুত্ব বজায় রেখে সংস্থার তালিকা ভুক্ত ১৩০ নারী পুরুষের মাঝে নগদ অর্থ, পোলাও চাল, পেয়াজ, রসুন, আদা, জিরা, দারুচিনি, এলাচি, তেল, ডাল, সেমাই, চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা ও সদ্য প্রয়াত সংস্থার সাবেক সদস্য বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন মাস্টারের সৃতিচারণ ও দোয়া  অনুষ্ঠিত হয়। সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও কোষাধ্যক্ষ মকবুল হোসেন মাস্টারে'র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য কোহিনুর নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সভাপতি বিশিষ্ট নাট্যকার কথা সাহিত্যিক অধ্যাপক ফজলুল হক, করোনাকালিন  দুর্যোগে খেটে খাওয়া অসহায় মানুষের পাশ্বে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালিদের প্রতি আহবান  জানানঅধ্যাপক  ফজলুল হক। তিনি আরও জানান, মায়ের মমতা কল্যাণ সংস্থাটি শুরু থেকে অসহায় মানুষকে  বিভিন্ন দূর্যোগে খাদ্য সামগ্রীসহ মাসিক নগদ অর্থ সহায়তা প্রদান করে আসছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মাহবুবুর রহমান, উপদেষ্ঠা মোঃহারুন অর রশিদ, শিক্ষা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন,  সদস্য ও বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের সন্মানিত রেক্টর মো: ইয়াসিন সরকার, ইউনিট সদস্য মোহাম্মদ আলী, মোনাজাত পরিচালনা করেন, বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মুফতি এনামুল হক প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: