করোনা রোগীদের পাশে দাঁড়ালো ‘আমাদের জন্য আমরা’

প্রকাশিত: ১৯ জুলাই ২০২১, ১১:০১ পিএম
বরগুনায় করোনা রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে আমাদের জন্য আমরা নামের একটি সংগঠন। সোমবার (১৯ জুলাই) সকাল ১০টায় বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে সংগঠনটির উদ্যোগে একটি ফ্রীজ, ৫টি হুইলচেয়ার এবং ২টি পালস্ অক্সিমিটার প্রদান করেছে। বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমানের মাধ্যমে আমাদের জন্য আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক মুশফিক আরিফ বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সোহরাব হোসেনের হাতে আনুষ্ঠানিক ভাবে এসব সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির অন্যতম সদস্য বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সেক্রেটারী মনির হোসেন কামাল, করোনা ইউনিটের চিকিৎসক মেহেদী হাসান, জেলা ক্রিকেট আম্পায়ার্স এসোসিয়েশনের সেক্রেটারি হারুন অর রশিদ রিংকু, সাংবাদিক আরিফ রহমান প্রমূখ। আমাদের জন্য আমরা সংগঠনটির পুরো কার্যক্রম ফেসবুক নির্ভর পরিচালিত হয়ে থাকে। অর্থ উত্তোলন, হিসাব-নিকাশ সব কিছু স্বচ্ছতার সঙ্গে ফেসবুকেই প্রকাশ করা হয়ে থাকে। যা উন্মুক্ত থাকে এবং যে কেউ চাইলেই সেগুলো দেখতে পারে। এর মাধ্যমে মানবিক বিভিন্ন সেবামূলক কার্যক্রম করা হয়। গত এক বছরে বরগুনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৪টি হাইফ্লো ন্যাজাল ক্যানুলা, ১টি জেনারেটর, বিপি মেশিন, অক্সি মিটার সহ বিভিন্ন ধরণের চিকিৎসা সামগ্রী দিয়েছে সংগঠনটি। এছাড়াও প্রতিবন্ধীকে দোকান ঘর নির্মাণ করে দেওয়া সহ অসহায় মানুষের চিকিৎসা সহায়তাও প্রদান করেছে ‘আমাদের জন্য আমরা’। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক মুশফিক আরিফ বলেন, নাগরিকদের অর্থায়নে চলমান এই সংগঠনটি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবার ব্রত নিয়ে কাজ করছে। এর উদ্দেশ্য, আদর্শ এবং সততা এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: