‘গরীবের কপাল! চাকরি হারানোর ভয়েই কর্মস্থলে যাচ্ছি’

প্রকাশিত: ২২ জুলাই ২০২১, ০৮:৪৩ পিএম
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে ঈদের পরদিনই রাজধানী থেকে যাত্রীবিহীন খাসি বাস নিয়ে ছুটছে উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গগামী বাস চালকদের এখন লক্ষ্য কোরবানি ঈদে ঘরমুখো মানুষদের কর্মস্থলে ফেরানো। আজ বৃহস্প‌তিবার (২২ জুলাই) সকাল থে‌কে মহাসড়‌কে অসংখ্য খা‌লি বাস উত্তরবঙ্গ যাচ্ছে আবার যাত্রী নিয়ে রাজধানী যাওয়ার এমন চিত্র দেখা যায়। আর মহাসড়‌কের এলেঙ্গা বাসস্ট‌্যান্ড এলাকায় বাসসহ অন‌্যান‌্য যানবাহনের চাপও রয়েছে ব্যাপক। জানা গেছে, আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) থে‌কে সারাদেশে লকডাউন শুরু হতে যাচ্ছে। তাই ঈদে বা‌ড়িতে যাওয়া মানুষজন আজ বৃহস্পতিবারই নিজ নিজ কর্মস্থলে ফির‌তে শুরু ক‌রে‌ছেন। মহাসড়কে চলাচলরত বাস চালকরা বলেন, শুক্রবার (২৩ জুলাই) সকাল থে‌কে আবার লকডাউন শুরু হ‌বে। যারা ঈদে বা‌ড়ি গে‌ছেন তারা আজই ঢাকায় ফির‌বেন। তাই আমরা যাত্রীর আশায় খা‌লি গা‌ড়ি নি‌য়ে যা‌চ্ছি। যাত্রী নি‌য়ে রা‌তেই ঢাকার ফির‌বো। রাজধানীমুখি যাত্রীরা বলেন- গতকালই ঈদ শেষ হলো। বহু ভোগান্তি শেষে বাড়ি ফিরছিলাম স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। কিন্তু তা আর হলো না। কি করব, গরীবের কপাল। আগামীকাল শুক্রবার, কঠোর লকডাউন শুরু হবে। সময় মতো কর্মস্থলে না ফিরতে পারলে চাকরি থাকব না। তখন রাস্তায বসতে হবে। তাই আজ বৃহস্পতিবারই পরিজন রেখে ব্যস্তময় রাজধানীতে ছুটতে হচ্ছে করোনার ঝুঁকি নিয়েই। মহাসড়‌কে দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্যরা জানান, সকাল থে‌কে বা‌সের সংখ‌্যা বে‌শি মহাসড়‌কে। সবগু‌লোই খা‌লি। বাসগু‌লো উত্তরব‌ঙ্গের দি‌কে যা‌চ্ছে। এছাড়াও ব‌্যক্তিগত ও ছোট ছোট যানবাহন র‌য়ে‌ছে মহাসড়‌কে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শ‌ফিকুল ইসলাম ব‌লেন, মহাসড়ক পু‌রোটা ফাঁকা। ত‌বে ‌কিছু কিছু খালি বাস সেতু পারাপার হ‌চ্ছে। এছাড়া মহাসড়‌কে তেমন কোনো প‌রিবহ‌নের চাপ নেই।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: