টি২০: বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোরের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে

প্রকাশিত: ২৩ জুলাই ২০২১, ১২:১৯ এএম
ব্যাটিংয়ে নেমেই হোচঁট খায় জিম্বাবুয়ে। দ্বিতীয় ওভারেই স্বাগতিকদের ওপেনিং জুটি ভেঙেছেন মুস্তাফিজুর রহমান। ফিরিয়ে দিয়েছেন ওপেনার টাডিওয়ানাশে মারুমানি। মুস্তাফিজের বল টেনে খেলার চেষ্টায় ব্যাটে লাগান তিনি, কিন্তু টাইমিং ঠিক হয়নি। মিপ মিডউইকেট সীমানা থেকে ঝাঁপিয়ে ক্যাচ নিয়ে নিয়েছেন সৌম্য সরকার। রাগিশ চাকাওবার ৪৩ ও দিওন মায়ারস এর ৩৫ রানে ভর করে সবকটি উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১৫২ রান। বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৫৩ রান। বাংলাদেশে পক্ষে মুস্তাফিজ ৩ টি উইকেট, সাইফুদ্দিও ও সরিফুল ২ টি করে উইকেট পায়। এছাড়া সাকিব, সৌম্য ১ টি করে পেয়েছে। একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে জয়ের স্বস্তি নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। হারারের স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচটি বাংলাদেশের শততম টি-টোয়েন্টি ম্যাচ। এই সিরিজে যদিও তামিম, মুশফিককে ছাড়াই লড়তে হবে মাহমুদউল্লাহদের। তারপরেও টি টোয়েন্টিতে নিজেদের একশতম ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছেন না টাইগার ক্যাপ্টেন রিয়াদ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: