বরগুনায় বৃষ্টির মাঝেও চলছে কঠোর লকডাউন

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১, ১২:০১ এএম
লকডাউন এর প্রথম দিন শুক্রবার ও দ্বিতীয় দিনে শনিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে বরগুনায়। এদিকে জরুরি প্রয়োজন ছাড়া যারা নানা অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছেন এবং স্বাস্থ্য বিধি মানছেন না তাদেরকে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানাসহ আইনের আওতায় আনা হচ্ছে। এছাড়া মোটরসাইকেল এবং বিভিন্ন যানবাহনের গতিবিধি রোধ করার জন্য শহরের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পুলিশ চেক পোস্ট। মাঝে মাঝে বৃষ্টি থেমে গেলে এর ফাঁকে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ভাবে লকডাউন পালনে নিয়মিত টহল দিয়ে চলেছে। লকডাউন ও স্বাস্থ্য বিধি না মানায় বিভিন্ন জনকে জরিমানা করা হয়েছে। বরগুনা জেলায় কঠোর ভাবে লকডাউন পালনের লক্ষ্যে কয়েক প্লাটুন বিজিবি, পুলিশ ও নৌ বাহিনী এবং জেলা, উপজেলা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করে চলেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: