লকডাউন বাস্তবায়নে কঠোর নালিতাবাড়ী প্রশাসন

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ০৪:৩৮ এএম
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ঈদের পর দ্বিতীয় দফায় লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তাই অনেকটা কড়াকড়ি ভাবেই পালিত হচ্ছে লকডাউন। লকডাউন বাস্তবায়নে পৌরশহরের সবকটি প্রবেশদ্বারে রয়েছে পুলিশের নজরদারী। বিনা প্রয়োজনে মানুষ পুলিশের বাঁধা পেরিয়ে শহরে প্রবেশ করতে পারছেনা। যানবাহন প্রবেশের ব্যাপারেও পুলিশের কঠোরতা দেখা গেছে। লকডাউনের আওতামুক্ত দোকান ছাড়া সকল দোকানপাট বন্ধ রয়েছে। জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন শুরু থেকেই কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে নামেন। শহরের আনাচে কানাচে তিনি ব‍্যাপক টহল পরিচালনা করেন। গ্রামের হাটবাজার গুলোতেও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন তিনি। এসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে মানুষকে সচেতন করা হয়। পাশাপাশি আইন অমান্যকারীদের জরিমানা করা হচ্ছে। তার সাথে মাঠে আছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস। এদিকে, লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে সহযোগীতা করছেন। অপরদিকে, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)বছির আহমেদ বাদলের নেতৃত্বে শহরের বিভিন্ন রাস্তায় পুলিশের টহল ও অবস্থান নিতে দেখা গেছে। দূরপাল্লার যানবাহনসহ বিভিন্ন সড়কে নানা প্রকার যান চলাচল প্রায় বন্ধ রয়েছে। শুধুমাত্র ওষুধ, খাদ্য ও জরুরী পণ্যবাহী কিছু গাড়ী চলাচল করতে দেখা গেছে। শহরে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ বাহিরে বের হচ্ছেন না। সবমিলিয়ে নালিতাবাড়ীতে এবারের লকডাউন অনেকটাই সফলভাবেই পালিত হচ্ছে বলে সচেতন মহল জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: