বগুড়ায় জমিতে ধান চাষ করছিল বাবা-ছেলে, বজ্রপাতে করুন মৃত্যু

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১, ০৮:১৭ পিএম
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পাওয়ার টিলার দিয়ে ধানের জমি চাষ করার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ওই গ্রামের আব্দুস সামাদ (৪০) ও তার ছেলে হাবিবুর রহমান (১৫)। মঙ্গলবার (২৭ জুলাই) বেলা সোয়া ১১ টার দিকে নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামের শরিষাবাদ বাংলাবাজার মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আব্দুস সামাদ মাঠে পাওয়ার টিলার দিয়ে ধানের জমি চাষ করছিলেন। তার ছেলে হাবিবুর রহমান বাবাকে চাষে সহযোগিতা করছিল। এসময় হঠাৎ বজ্রপাত হলে বাবা- ছেলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় মাঠের অন্যান্য কৃষকরা তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ( ওসি) আবুল কালাম আজাদ বলেন, বজ্রপাতে দুই জনের মৃত্যুর সংবাদ শুনেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: