করোনা ও উপসর্গ নিয়ে বগুড়ায় আরো ৮ জনের মৃত্যু

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১, ০৯:৫৫ পিএম
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরো ৮ জনরে মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। জেলার দুইটি হাসপাতালে বুধবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- কাহালুর ইউসুফ (৬০), সারিয়াকান্দির জহুরা বেগম (৭০) এবং সদরের খাদিজা (৬৮)। বৃহস্পতিবার (২৯ জুলাই) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে এসব তথ্য জানান। তিনি বলেন, এ সময়ে বগুড়ায় ৫০২ নমুনায় নতুন করে আরো ১১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৬৭ জন, জিন এক্সপার্ট মেশিনে ৯ নমুনায় একজন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৮৬ নমুনায় ৩৩ জন এবং টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৫ নমুনায় ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২২ দশমিক ৩১ শতাংশ। এদের মধ্যে সদরের ৭৩, শেরপুর ৯, শিবগঞ্জ ৬, গাবতলী ৬, দুপচাঁচিয়ায় ৫, সারিয়াকান্দি ৪, ধুনটে ৩, সোনাতলায় ২, শাজাহানপুরে ২, আদমদীঘি ও কাহালুতে একজন করে। এ ছাড়া একই সময়ে করোনা থেকে ১৩৮ জন সুস্থতা লাভ করেছেন। ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৬১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ২৪৯ জন এবং ৫৫৪ জন মারা গেছে। এ ছাড়া জেলায় ১ হাজার ৮১৪ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: