মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান

প্রকাশিত: ৩০ জুলাই ২০২১, ০১:৪০ এএম
মালয়েশিয়ার বিরোধী দল এবং ক্ষমতাসীন জোটের বৃহত্তম ব্লক দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সরকারি জরুরি অধ্যাদেশ পরিচালনা করার বিষয়ে বাদশার তিরস্কার করার পর এ আহ্বান জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে মুহিউদ্দিন সরকার বলেছিল, জানুয়ারিতে একটি জাতীয় জরুরি অবস্থা জারি করার পরে কার্যকর হওয়া সব অধ্যাদেশ গত ২১ জুলাই বাতিল করা হয়েছে। মুহিউদ্দিনের পরামর্শে বাদশাহ আল-সুলতান আবদুল্লাহ জরুরি অবস্থা জারি করেছিলেন। তখন তিনি বলেছিলেন, মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে এটি জরুরি। তবে সমালোচকরা এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে প্রাসাদ বলছে, বাদশার সম্মতি ছাড়াই জরুরি অধ্যাদেশ প্রত্যাহার করা হয়েছে। সূত্র: রয়টার্স।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: