ফের বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

প্রকাশিত: ৩০ জুলাই ২০২১, ০৫:২৮ এএম
দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময় দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদরাসা বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এ তথ্য জানিয়েছেন। এই নিয়ে ২০২০ সালের মার্চ থেকে কয়েক দফায় পেছানো হলো শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। এর আগে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ছুটি বাড়ানো হয়েছে। উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকার কয়েক দফা পরিকল্পনা করলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় দফায় দফায় ছুটি বাড়াতে হচ্ছে। সর্বশেষ জুনে স্কুল-কলেজে সরাসরি শিক্ষা কার্যক্রম চালুর যে পরিকল্পনা নিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়, পরিস্থিতির অবনতি হওয়ায় তাও ভেস্তে গেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: