রাজধানীর পথে উপচেপড়া মানুষের ভিড়

প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ০৯:০৭ পিএম
কঠোর বিধিনিষেধে ফেরিতে যাত্রী ও ব্যাক্তিগত গাড়ি পারাপারে নিষেধাজ্ঞা থাকলেও বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি গুলোতে ছিলো ঢাকাগামী যাত্রীদের উপচেপড়া ভীড়। তবে শিমুলিয়া থেকে ছেড়ে যাওয়া ফেরি গুলোতে যাত্রী ও যানবাহন ছিলো তুলনামূলক কম। শনিবার (৩১ সকাল থেকে দক্ষিনাঞ্চলে শ্রমজীবী মানুষের  ঢাকা ফেরার ভীড় ছিলো শিমুলিয়া প্রান্তে। তবে মানুষের এই জট শিমুলিয়া প্রান্তে ক্ষনস্থায়ী। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহা ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, আগামীকাল থেকে সকল শিল্প কারখানা খোলা থাকায় আজ সকাল থেকে রাজধানীমুখী যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর এসকল যাত্রী ফেরি থেকে নেমেই কয়েক মিনিটের মধ্যে ঘাট ত্যাগ করে স্ব স্ব গন্তব্যে চলে যাচ্ছে। এতে আমাদের প্রান্তে যাত্রীদের কোন চাপ নেই। বর্তমানে শিমুলিয়া প্রান্তে দক্ষিনাঞ্চলে যাওয়ার যাত্রী ও যানবাহনর সংখ্যা অনেক কম। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে ৮ টি ফের সচল রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: