রাঙ্গামাটিতে অস্ত্র ও গোলাবারুদ সহ গ্রেফতার ৪

প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ০৯:০১ পিএম
রাঙ্গামাটির বরকল উপজেলায় অস্ত্র ও গোলা বারুদ সহ ইউপিডিএফ (মূল) দলের চারজন সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃতরা হলেন, ইউপিডিএফ (মূল) দলের সুরেন চাকমা(৩৬), অসিং চাকমা(৪৫), অনিল চাকমা(১৯) এবং সাইমন চাকমা(৪০)। শনিবার (৩১ জুলাই) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ছোট কাট্টালি এলাকার গভীর জঙ্গলে রাঙ্গামাটি সদর জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি একে -২২ রাইফেল, ৭৭ রাউন্ড এ্যামুনিশন, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, একটি সােলার চার্জার, চাঁদা সংগ্রহের রশিদ বই, ০৪ টি মোবাইল সেট, ০১ টি হাতঘড়ি, ০১ টি ভূয়া আইডি কার্ড, রাষ্ট্র বিরোধী শ্লোগান সম্বলিত ব্যানার, নগদ ৬৩ হাজার ৫৯২. টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয় । রাঙ্গামাটি সদর জোনের অধিনায়ক জানান, পাবর্ত্য চট্টগ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও আঞ্চলিক সশস্ত্র সংগঠন গুলোর বিরুদ্ধে এটি একটি সফল অভিযান। পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সকল সশস্ত্র সন্ত্রাসী, চাঁদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল সশস্ত্র সন্ত্রাসীরা। গ্রেফতারকৃতরা সবাই ইউপিডিএফ (মূল) এর সশস্ত্র শাখার সক্রিয় সদস্য। তাদের বরকল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: