গোপালগঞ্জে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের আরো ২ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ১০:১৩ পিএম
আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের আরো দুই সদস্যকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। শুক্রবার রাতে মাগুড়ার মোহাম্মদপুর থানার নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. মিটুল মিয়া (৩০) মোহাম্মদপুর উপজেলার বেজড়া গ্রামের মো. নেহাল উদ্দিনের এবং মোঃ লিটন মিয়া (২৫) মন্ডলগাতী গ্রামের মোঃ কুদ্দুস মোল্লার ছেলে। এর আগে গোপালগঞ্জ শহর ও মাগুড়া থেকে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এসআই মো. মিজানুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে শহর ও তার আশপাশ এলকায় একটি চক্র মোটরসাইকলে চুরি করেছিল। গত ২৮ জুন জেলা ক্রীড়া অফিসের একটি মোটর সাইকেল চুরি অভিযোগ পাই। এরই মধ্যে গত ৭ জুলাই শহরের ব্যাংকপাড়া এলকায় মোটর সাইকেল চুরির সময় মো. আসিবুর রহমান ওরফে আশিক ওরফে হাসিব মোল্যা নামের এক চোরকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। হাসিব নড়াইল জেলার লোহাগড়া থানার মোচনা পূর্বপাড়া গ্রামের ইসমাইল মোল্যার ছেলে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ১০ জুলাই মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে চোর চক্রের প্রধান সদস্য শিবলু মোল্যাকে (৩৬) গ্রেফতার করি। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মোটরসাইকেল চুরির ঘটনায় এ পর্যন্ত সদর থানায় ৫টি মামলা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।    

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: