সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৬ আগষ্ট ২০২১, ১২:৪৩ এএম
জামালপুরের সরিষাবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহঃবার (৫ আগষ্ট) উপজেলা আওয়ামীলীগ সকালে উপজেলা পরিষদে এবং পরে দলীয় কার্যালয়ে শহীদ ক্যাপটেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশাএর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মুরাদ হাসান এম পি। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপাধ্যক্ষ ড. হারুন অর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বেগম জহুরা লতিফ, সাধারণ সম্পাদক মাহমুদা শিখা সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে উপজেলা প্র্রশাসন ও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষথেকে পৌর ভবনে দরিদ্র ও অসচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও হতদরিদ্র মানুষের মাঝে টিন ও নগদ অর্থ প্রদান এবং চাষীদের মধ্যে বীজ বিতরণ করা হয় বরণ জানাগেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: