ঔষধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৯ আগষ্ট ২০২১, ০৬:৩৩ এএম
পঞ্চগড়ে লাইসেন্স ছাড়া ঔষুধ ব্যবসায়ীদের সংখ্যা বেড়ে যাওয়ায় সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসনের নজরদারি জোরদার করার দাবী জানিয়েছেন বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির পঞ্চগড় জেলা শাখার নেতারা। একই সাথে তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে একটি বেসরকারি টেলিভিশন ও একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রচার করার প্রতিবাদ জানানো হয়। রবিবার (৮ আগষ্ট) দুপুরে পঞ্চগড় বাজারে সমিতির নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি তোলেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সিনিয়র সহ সভাপতি মনিরুর ইসলাম রুবেল জেলায় লাইসেন্সধারী ওষুধ ব্যবসায়ীর সংখ্যা প্রায় ১ হাজার। এর বাইরে লাইসেন্স ছাড়া প্রায় ১৪০০ থেকে ১৫০০ জন ওষুধ ব্যবসায়ী অবৈধভাবে ব্যবসা করে আসছেন। শহরের তুলনায় গ্রামাঞ্চলে এই সংখ্যা অনেক বেশি। বেশি লাভের আশায় তারাই মানহীন ও নিম্ন মানের ওষুধ বিক্রি করে থাকে। তাদের উপর ভিত্তি করে গণমাধ্যমেও খবর প্রকাশ হচ্ছে। এতে করে প্রকৃত ব্যবসায়ীদের সুনাম নষ্ট হচ্ছে এবং ওষুধ ব্যবসায়ীদের সম্পর্কে মানুষের মাঝে ভুল ধারণা তৈরি হচ্ছে। এছাড়া নামে বেনামে নতুন নতুন ফার্মেসি গড়ে উঠলেও তাদের বিষয়ে ঔষধ প্রশাসনের তেমন কোন নজরদারি নেই বলেও দাবি করেন তারা। এ সময় তারা অবৈধভাবে ওষুধ ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।সমিতির সভাপতি মোবাশ্বের হোসেন জানায় একটি বেসরকারী টেলিভিশন ও দৈনিক পত্রিকায় প্রতিবেদক মনগড়া ধারনা নির্ভর মিথ্যা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই সংবাদটি সম্মানিত ঔষধ ব্যবসায়ীদের মানহানি ও হেয় করেছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ঔষধের মত একটি গুরুত্বপূর্ন বিষয়ে একটি মনগড়া প্রতিবেদন প্রকাশিত হওয়ায় সাধারন মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে যা কোনভাবেই কাম্য নয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি মোবাশ্বের হাসান, সিনিয়র সহসভাপতি মনিরুল ইসলাম রুবেল এবং জেলায় কর্মরত প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: