পরিবেশ মন্ত্রীর উদ্যোগে জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

প্রকাশিত: ০৯ আগষ্ট ২০২১, ০৯:৫৩ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপির ব্যক্তিগত উদ্যোগে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে ।সোমবার (৯ আগস্ট) দুপুরে পরিবেশমন্ত্রীর পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। জানা যায়, জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অক্সিজেন স্বল্পতার খবর শুনে দ্বিতীয় বারেরমতো পরিবেশমন্ত্রী ৪টি অক্সিজেন সিলিন্ডার, ৬৮০০ লিটারের ২টি অক্সিজেন কনসেট্রেটর, ৪টি ফ্লো মিটার প্রদান করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে এসব সিলিন্ডার গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ। এ সময় পরিবেশমন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম সহ মেডিকেল অফিসার বৃন্দ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: