ঝিনাইদহে করোনা ও উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৯১

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২১, ১২:২০ এএম
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গে নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯১ জন।সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে সদর হাসপাতালের করোনা ইউনিট চিকিৎসাধীন অবস্থায় করোনা পজেটিভ ৩ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে ২ জন। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৪৩ জন। এছাড়া শুক্রবার (১৩ আগস্ট) সকাল ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ৩৯৯ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। ফলাফল ৯১ জন পজেটিভ এসেছে। আক্রাক্তের হার ২২ দশমিক ৮০ ভাগ। এদের মধ্যে সদরে ৪৩, শেলকুপায় ১৮, হরিণাকুন্ডুতে ৬, কালীগঞ্জে ৭, কোটচাঁদপুর ১৫ ও মহেশপুরে রয়েছে ২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৮ হাজার ৪’শ ৭১ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৩৮ জন। ঝিনাইদহ সদর হাসপাতালর তত্ববধায়ক ডা: হারুন অর রশিদ জানান, বর্তমান সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছে ৪৯ জন। এদের মধ্যে করোনা পজেটিভ ৩৬ জন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: