সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের করুণ মৃত্যু

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২১, ০৩:৫০ এএম
যশোরে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলে প্রাণ হারালেন। ১৬ আগস্ট সোমবার সকালে চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামের গিরিন দাসের ছেলে মধু দাস (৫৫) ও তার ছেলে সাগর দাস (২৭)। স্থানীয়রা জানান ভোরে যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে আসেন শ্রমিক মধু দাস। সেপটিক ট্যাংকে নামার পর তার আর কোনো সাড়া না পাওয়ায় ছেলে সাগর দাসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে সাগর দাস এসে সেপটিক ট্যাংকে নামেন। কিছুক্ষণ পর তারও কোনো সাড়া না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে যশোর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাস অথবা অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: