বারবার পরীক্ষার সিদ্ধান্ত পরিবর্তন বশেমুরবিপ্রবির, ক্ষুদ্ধ শিক্ষার্থীরা

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২১, ০৯:১৬ পিএম
পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার সিদ্ধান্ত পরিবর্তন করায় শিক্ষাজীবন নিয়ে শঙ্কিত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টি ইতোপূর্বে ঈদুল আজহার পরে সশরীরে পরীক্ষা গ্রহণের ঘোষণা দিলেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ আগস্ট একাডেমিক কাউন্সিলে অনলাইনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা গ্রহণের ঘোষণা দেয়। তবে পরীক্ষা শুরুর মাত্র দুইদিন পূর্বে আবারও সিদ্ধান্ত পরিবর্তন করেছে বশেমুরবিপ্রবি প্রশাসন। অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে এসে সেপ্টেম্বরের ১৫ কিংবা তার পর থেকে শুধুমাত্র চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ কটা হয়েছে। আর প্রশাসনের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মিরাজ হোসেন বলেন “আমাদের পহেলা সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। আমরাও সকলে সম্পূর্ণ প্রস্তুত ছিলাম এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিলাম। যাদের ভালো ফোন ছিলো না তারা ফোন কিনেছে, যাদের নেটওয়ার্ক সমস্যা ছিলো তারা মোটা অঙ্কের টাকা খরচ করে ওয়াইফাই সংযোগ নিয়েছে এবং যারা গ্রামে আছেন তারা নিকটবর্তী শহরে/উপজেলায় বাসা ভাড়া নিয়েছে। কিন্তু শেষমুহুর্তে এসে অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এখন সশরীরে পরীক্ষা দিতে হলে আমাদের আবারও গোপালগঞ্জে বাসা ভাড়া নিতে হবে। এর ফলে একদিকে যেমন শিক্ষার্থীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি বারবার সিদ্ধান্ত পরিবর্তনে আমরা ক্রমশ হতাশাগ্রস্ত হয়ে পড়ছি।” নাম প্রকাশে অনিচ্ছুক তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, “যখন অন্যান্য বিশ্ববিদ্যালয় সশরীরে কিংবা অনলাইনে সকল বর্ষের পরীক্ষা নিচ্ছে তখন বশেমুরবিপ্রবি প্রশাসনের শুধুমাত্র চতুর্থ বর্ষের সিদ্ধান্ত অযৌক্তিক। এমন সিদ্ধান্তের ফলে আমাদেরকে তীব্র সেশনজটে ভুগতে হবে।” এ বিষয়ে বশেমুরবিপ্রবির উপাচার্য ডা. এ.কিউ.এম মাহবুব বলেন, আমরা অনলাইন পরীক্ষার নীতিমালা অনুযায়ী কয়েকটি ডেমো পরীক্ষা গ্রহণ করেছিলাম। এসকল ডেমো পরীক্ষায় বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিয়েছে। একারণেই আমরা অনলাইন পরীক্ষার সিদ্ধান্ত থেকে সরে এসেছি।”

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: