পৌরবাসীকে সাথে নিয়ে পৌরসভাকে সাজাতে চাই: মেয়র জাকিয়া

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২১, ০৯:৫৫ পিএম
পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন বলেছেন পৌরসভার জনগনকে সাথে নিয়ে উন্নয়ন ও পঞ্চগড় পৌরসভাকে যুগপোযগী করে সাজাতে চাই। জননেত্রি শেখ হাসিনার হাত ধরে আমি পঞ্চগড় পৌরসভার উন্নয়নে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এজন্য পৌরসভার সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক। এই লক্ষে কাজ করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী। যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে। আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে পঞ্চগড় পৌরসভার সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। পঞ্চগড় পৌরসভা এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। পৗর মেয়র জাকিয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় পৌরসভার সচিব মো মজিবর রহমান, কাউন্সিলর হাসনাত হামিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন বাবু, লুৎফর রহমান, আরিফুজ্জামান আরিফ, পৌরসভার ৯টি ওয়াডের বিভিন্ন মসজিদের খতিব, ঈমাম, মুয়াজ্জেম, পৌরসভার কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে ১৫ ও ২১ আগষ্টে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামণা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: