নাগেশ্বরীতে ইএসডিও’র জিআরএসসিএসআই প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৮ পিএম
নূর-ই-আলম সিদ্দিক,নাহেশ্বরী (কুড়িগ্রাম) থেকে: নাগেশ্বরীতে ইকো সোস্যাল ডেপলোভমেন্ট (ইএসডিও) এর জেন্ডার রেসপনসিভ স্কুল এন্ড কমিউনিটি সেপটি ইনিসিয়াটিভ (জিআরএসসিএসআই) প্রকল্পের পরিচিতি সভা ও সাব ডিস্ট্রিক লেভেল প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় ইএসডিও নিরাপদ বিদ্যালয় কার্যক্রমের মাধ্যমে সমাজের দুর্যোগ সহনশীলতার সক্ষমতা বৃদ্ধিতে উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকায় সুবলপাড় উচ্চ বিদ্যালয়, কচাকাটা উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয় ও নায়েকের হাট দাখিল মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আগামী ৩ বছর কাজ করবে। আজ বুধবার (১ সেপ্টেম্ববর) সকাল ১১ টায় অফিসার্স ক্লাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাত আরা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, সমাজসেবা অফিসার সালেকুল ইসলাম, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভারপ্রাপ্ত ডিভিশনাল ম্যানেজার ডা. হৃষিকেশ সরকার, দুর্যোগ ব্যবস্খাপনা স্পেশালিস্ট বদরুন নাহার, ইএসডিও প্রধান কার্যালয়ের প্রোগ্রাম কো-অর্ডিনেটর যামিনী কুমার রায়, ইএসডিও প্রকল্প ব্যাবস্খাপক গোলাম ফারুক প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: