চির নিদ্রায় শায়িত হলেন শিক্ষক কবির উদ্দিন

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২১, ০১:১৪ এএম
চিরনিদ্রায় শায়িত হলেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবির উদ্দিন (৪৫)। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর ) দুপুর ২ টায় কামিনীগঞ্জ বাজার বড় মসজিদ শাহী ঈদগাহ ময়দানে জানাজা শেষে মৈনতল কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে দুপুর সাড়ে বারো টায় শিক্ষক কবির উদ্দিন আহমেদের লাশ শেষ বারের মত নেওয়া হয় তাঁর নিজ কর্মস্থল জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে তাঁর লাশ পৌঁছালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী ও শিক্ষকরা এখানে তাঁদের প্রিয় স্যারকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শেষ বারের জন্য তাঁকে একবার দেখেন। উল্লেখ্য, বুধবার (১ সেপ্টেম্বর) সিলেট থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে মাধবপুরে রাত আটটায় মারা যান তিনি। শনিবার (২৮ আগস্ট) কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। ওই দিন দুপুরে জুড়ী- কুলাউড়া সড়কের রামপাশা এলাকায় দ্রতগামী সিএনজি গাড়ির ধাক্কায় তিনি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তখন তাঁকে সিলেট ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করেন। পরে আত্মীয়রা থাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করান। এরপর থেকে সিলেট ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য আজ রাতে ঢাকা নেওয়ার পথে তিনি মাধবপুরে মারা যান। তাঁর মৃত্যুতে জুড়ী উপজেলাসহ পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি সহ অনেকেই তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: